thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

টাঙ্গাইলে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

২০২১ ফেব্রুয়ারি ০৯ ০৯:৪২:২০
টাঙ্গাইলে আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোমেশপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম খলিল (৩৫)। তিনি উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। তিনি বিদ্রোহী প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় অংশ নিতে জেলা আওয়ামী লীগের একটি দল সন্ধ্যার দিকে গোপালপুরে পৌঁছায়। দলের সদস্যরা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী খন্দকার গিয়াস উদ্দিন ও তার সমর্থকেরা ওই এলাকায় আসেন। একপর্যায়ে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ ফেব্রুয়ারি, ২০২১)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর