thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

যশোরে ট্রেন লাইনচ্যুত, সারাদেশে রেলযোগাযোগ বন্ধ

২০১৩ নভেম্বর ১১ ১২:০৬:৩৮
যশোরে ট্রেন লাইনচ্যুত, সারাদেশে রেলযোগাযোগ বন্ধ

যশোর সংবাদদাতা : জেলার চূড়ামনকাটিতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জয়পুরহাট থেকে চালবোঝাই ট্রেনটি খুলনা যাচ্ছিল। যশোরের মেহেরুল্লাহ স্টেশনের অদূরে রবিবার দুপুর আড়াইটায় চূড়ামনকাটিতে ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের তিনটি বগি সমতলভূমিতে ছিটকে পড়ে।

গেটম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা জিআরপি পুলিশের একটি নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছে ট্রেন লাইনচ্যুত দেখতে পায়।

খুলনা জিআরপি পুলিশ এসআই রেজাউল ইসলাম জামাল জানান, সোমবার সকাল ৮টায় খুলনা থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

রেলের বিভাগীয় ম্যানেজার আবদুল আজিজ জানান, উদ্ধারকাজ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করা হবে।

তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুই-তিন ঘণ্টা লাগবে।

(দিরিপোর্ট২৪/বিএমএফ/এমএইচও/এএস/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর