thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

কোস্ট গার্ডের বিশেষ অভিযান : ৯ লাখ টাকা মূল্যের চাইজালসহ একজন আটক

২০২১ জুন ২১ ১৫:৫৪:০৩
কোস্ট গার্ডের বিশেষ অভিযান : ৯ লাখ টাকা মূল্যের চাইজালসহ একজন আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: পদ্মাসেতু কম্পোজিট স্টেশন মাওয়া কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে শিমুলিয়া ফেরিঘাট এলাকা থেকে ৯ লাখ মূল্যের ২৫২ পিস চাইজালসহ একজনকে আটক করা হয়। সোমবার (২১ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকায় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৮-১৩১৫) হতে ২৯ বস্তা (২৫২ পিস) চাইজালসহ ০১ জন অসাধু ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। পরবর্তীতে এসি (ল্যান্ড) মোঃ ইকবাল হাসান এবং মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে চাইজালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত ব্যাক্তিকে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৪ হাজার জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার, বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ করণের লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

দ্য রিপোর্ট/এএস/২১জুন,২০২১

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর