thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

আফগানিস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার মূল্য ৪৩ কোটি টাকা!

২০২১ সেপ্টেম্বর ০৮ ০৯:৩৬:০৯
আফগানিস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার মূল্য ৪৩ কোটি টাকা!

দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানে নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন হাক্কানী নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানী। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে হাক্কানী নেটওয়ার্ককে। এমনকি যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের ওয়েবসাইটে সিরাজউদ্দিন হাক্কানীর মাথার মূল্য ৫০ লাখ ডলার (যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩ কোটি টাকা) উল্লেখ আছে।

মঙ্গলবার তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের পদধারীদের নাম ঘোষণা করেন। এদিনও সিরাজউদ্দিন হাক্কানীর নাম এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় দেখা গেছে।

আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্ব দেবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তার ডেপুটি হিসেবে কাজ করবেন তালেবানের আরেক সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদার। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন সিরাজউদ্দিন হাক্কানী।

এফবিআইয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ২০০৮ সালে কাবুলে হোটেলে বোমা হামলা চালিয়ে ছয়জন আমেরিকানকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে। একই বছর তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। হাক্কানীকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেফতারে তথ্য দিলে ৫ মিলিয়ন ডলার (৫০ লাখ) পুরস্কার মিলবে।

সোভিয়েতবিরোধী লড়াইয়ের ‘মুজাহিদ’ নেতা জালালুদ্দিন হাক্কানীর ছেলে হলেন সিরাজউদ্দিন হাক্কানি। তিনি এখন হাক্কানি নেটওয়ার্কের প্রধান। একইসঙ্গে তালেবানের উপপ্রধান।

অপরদিকে আফগানিস্তানের নতুন সরকারে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কাজ করবেন মোল্লা ওমরের ছেলে মোল্লা মো. ইয়াকুব। মোল্লা আব্দুল সালাম হানাফি দ্বিতীয় ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন।

আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হবেন হেদায়েতুল্লাহ বদরী। এছাড়া ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী থাকবেন আমির খান মুত্তাকি।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে তালেবান। শুধু পাঞ্জশির প্রদেশ ছিল তাদের দখলের বাইরে। তালেবানের ঘোষণা অনুযায়ী, পাঞ্জশির এখন তালেবানের দখলে। আর পাঞ্জশির দখল নেয়ার ঘোষণা দেয়ার পরই মঙ্গলবার তালেবান অন্তর্বতর্তীকালীন সরকারের ঘোষণা দিলো।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর