thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

রুয়েটের বাস চালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

২০২১ সেপ্টেম্বর ০৮ ১৮:১০:৪৩
রুয়েটের বাস চালক হত্যায় ৪ জনের যাবজ্জীবন

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাস চালক আব্দুস সালাম (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। যাবজ্জীবন ছাড়াও আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সোহেল রানা, নূরুন্নবী হোসেন হৃদয়, আনোয়ার হোসেন সাইমন ও সাব্বির।

এ ছাড়া এই হত্যা মামলার অপর দুই আসামি ফয়সাল আহম্মেদ পিয়াস ও শিমুল ওরফে পশাল প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাদের মামলা নারী ও শিশু নির্যাতন আদালতে চলমান রয়েছে।

মামলার বাদী আব্দুস সালামের ছেলে পিয়াস এ রায়ে অষন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, আমাদের প্রত্যাশা ছিলো আসামীদের সর্বোচ্চ শাস্তি হবে। কিন্তু আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমরা এই রায়ে পুরোপুরি সন্তষ্ট নই।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যান্ডভোকেট এন্তাজুল হক বাবু বলেন, এই মামলায় ২৫ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়। যেহেতু নির্জন এলাকায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেহেতু আদালত আসামীদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। যাবজ্জীবন ছাড়াও আসামীদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন বিচারক।

মামলার আসামি পক্ষের আইনজীবী আবু বক্কর বলেন, আসামীদের পক্ষ উচ্চআদালতে আপিল করা হবে। আপিলে আসামিরা খালাস পেয়ে যাবেন বলে আশা এই আইনজীবীর।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ এপ্রিল রুয়েটের দেশরতœ শেখ হাসিনা হলের সামনে রাত সাড়ে নয়টার দিকে বাস চালক আব্দুস সালামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পরের দিন আব্দুস সালামের ছেলে পিয়াস বাদী হয়ে নগরের মতিহার থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার চারদিন পরে শিমুল ওরফে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মামলার জট খুলতে থাকে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ সেপ্টেম্বর, ২০২১)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর