thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

জাবিতে ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে মানবন্ধন

২০১৩ নভেম্বর ১১ ২০:০২:০১
জাবিতে ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে মানবন্ধন

জাবি প্রতিনিধি, দিরিপোর্ট২৪ : রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়নে ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যবিরোধী আন্দোলকারী শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারি ঐক্য ফোরাম।

প্রশাসনিক ভবনের সামনে সোমবার বেলা সাড়ে এগারটায় মানববন্ধনে বক্তারা বলেন, উপাচার্যবিরোধী আন্দোলনে এখন শিক্ষক ফোরাম বা শিক্ষক সমিতি আন্দোলন করছে না। এখন উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে ও রাষ্ট্রপতির নিদের্শনা বাস্তবায়নে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি একসঙ্গে আন্দোলন করছে। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা না করা হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

মানববন্ধনে ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহছান বলেন, রাষ্ট্রপতি অতিদ্রুত উপাচার্য প্যানেল নির্বাচনের তারিখ ঘোষণা করতে নির্দেশ দিলেও উপাচার্য রাষ্ট্রপতির কথা অমান্য করছেন।

এ সময় ঐক্য ফোরামের প্রধান সমন্বয়ক অধ্যাপক অজিত কুমার মজুমদার, সমন্বয়ক অধ্যাপক হানিফ আলীসহ দেড় শতাধিক শিক্ষক- শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/এএস/এসবি/এমডি/নভেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর