thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

সিএসই শরিয়ায় সূচকে নতুন ১১ কোম্পানি

২০২২ জুলাই ০৩ ১৫:২৯:৪৬
সিএসই শরিয়ায় সূচকে নতুন ১১ কোম্পানি

দ্য রিপোর্ট প্রতিবেদক : তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনা করে শরিয়াহ সূচক সমন্বয় করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। এতে সিএসই শরিয়াহ সূচকে যুক্ত হয়েছে নতুন ১২টি কোম্পানি। আর ওই সূচক থেকে বাদ পড়েছে আগের ১২ টি কোম্পানি।

রোববার (৩ জুলাই) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

সমন্বয়ের পর সিএসই’র শরিয়াহ সূচকে মোট কোম্পানি সংখ্যা দাঁড়ালো ১৩২টি। আগামী ১৭ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সিএসই শরিয়াহ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আমান কটন ফাইব্রার্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, বিডিকম অনলাইন, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, জেএমআই হসপিটাল রিকুইজিট মানুফেকচারিং, রিজেন্ট ট্যাক্সটাইল মিলস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, দি ঢাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং, ইউনিয়ন ব্যাংক এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিসট্রিবিউশন কোম্পানি।

শরিয়াহ সূচক থেকে বাদ পড়া কোম্পানিগুলো হলো- আরামিট সিমেন্ট, অ্যাকটিভ ফাইন ক্যামিকালস, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আরামিট, আর্গন ডেনিমস, আজিজ পাইপস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বাংলাদশস্টিল রিরোলিং মিলস, জেনারেশসন নেক্সট ফ্যাশনস, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং কাট্টলি ট্যাক্সটাইল।

(দ্য রিপোর্ট/ ৩ জুলাই,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর