thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৪৫ জনের মৃত্যু

২০২২ সেপ্টেম্বর ১৩ ১২:৩৬:৪০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭৪৫ জনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক:করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৪৫৮ জন।

করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত এ ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৬ হাজার ৮৮০ জনের। আর শনাক্ত হয়েছে ৬১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ২০৬ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে জাপান। শনাক্তের দিক দিয়ে এরপরই রয়েছে রাশিয়া।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) এ তথ্য জানা গেছে।

গত একদিনে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৪৮ জনের, এ সময়ে আক্রান্ত হয়েছে ২৭ হাজার ১৭ জন। দক্ষিণ কোরিয়ায় ৪৭ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ২৮ হাজার ২১৪ জন।

জাপানে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৯৭ জনের, এ সময়ে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ৯১১ জন। রাশিয়াতে এ সময়ে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৮২৯ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের।

তাইওয়ানেও বেড়েছে শনাক্তের সংখ্যা। গত একদিনে দেশটিতে নতুন করে ৩২ হাজার ১০০ জন শনাক্তের পাশাপাশি মৃত্যু হয়েছে ২৯ জনের।

এদিকে জার্মানি, যুক্তরাজ্য, তুরস্ক, স্পেনসহ বিশ্বের অনেক দেশে গত একদিনে করোনায় মৃত্যু ও শনাক্তর শূন্যের কোঠায় রয়েছে।

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর