thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

অনিবন্ধিত সিমকার্ড বন্ধে হাইকোর্টের নির্দেশ

২০১৪ এপ্রিল ০১ ১৪:১৭:১২
অনিবন্ধিত সিমকার্ড বন্ধে হাইকোর্টের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের সকল মোবাইল অপারেটরের অনিবন্ধিত সিমকার্ড বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি খোরশেদ আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়।

আদেশে আদালত জানায়, সকল অনিবন্ধিত সিমকার্ড দ্রুত সময়ের মধ্যে বন্ধ করতে হবে।

অনিবন্ধিত সিমের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি ও চাঁদাবাজি করা হয়। সুতরাং এসব সিম বন্ধ করার আদেশ দেওয়া হোক- মর্মে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী জে আর খান রবিন।

আবেদনে বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র ও আইন সচিব, সকল মোবাইল কোম্পানির সিইওসহ সংশ্লিষ্ট নয়জনকে বিবাদী করা হয়েছে।

একই সঙ্গে মোবাইলের মাধ্যমে হুমকি ও চাঁদাবাজির তথ্য আদালতে উপস্থাপন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/শাহ/এপ্রিল ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর