thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

তত্ত্বাবধায়ক প্রকৌশলীর ৭ বছরের কারাদণ্ড

২০১৪ এপ্রিল ০২ ১৩:১৩:৩৬
তত্ত্বাবধায়ক প্রকৌশলীর ৭ বছরের কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদুকের দায়ের করা মামলায় ঢাকার রমনা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেককে ৭ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

ঢাকা মহানগর দায়রা আদালতের বিচারক জহুরুল হক বুধবার দুপুরে এ আদেশ দেন।

একই মামলায় আবদুল মালেকের স্ত্রী আম্বিয়া খাতুনকে খালাস দিয়েছে আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, আব্দুল মালেক চাকরিরত অবস্থায় তার স্ত্রীর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত ৩ কোটি ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট, রাজধানীর ধানমণ্ডি আবাসিক এলাকায় ৪টি ও গুলশানে একটি ফ্ল্যাটসহ মোট ৫টি সুরম্য ফ্ল্যাটের মালিকানা অর্জন করেন। এ ছাড়া পল্লবীতে একটি পাঁচতলা বাড়ি নির্মাণসহ অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করেন।

১৯৪৭ সালের দুদুকের আইনের ৫(২) ও দণ্ডবিধি ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় ২০০৬ সালের ৬ জুন দুদকের পরিদর্শক এস এম আক্তার হামিদ ভূঁইয়া মামলাটি দায়ের করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/জেএম/এজেড/এপ্রিল ০২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর