thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

আশুলিয়ার সব গার্মেন্টস বন্ধ আজ

২০১৩ নভেম্বর ১৩ ০৮:৪০:০৫
আশুলিয়ার সব গার্মেন্টস বন্ধ আজ

সাভার সংবাদদাতা : শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার সব পোশাক কারখানা আজ (বুধবার) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

আশুলিয়ার কারখানার মালিকরা মঙ্গলবার দিনভর বিক্ষোভ-ভাঙচুরের পর জরুরি বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী জানিয়েছেন।

শিল্প মালিকদের সংগঠনের আশুলিয়া অঞ্চলের আহ্বায়ক সালাম মুর্শেদী দিরিপোর্ট২৪কে বলেন, ‘গত দুদিন ধরে অস্থিরতা চলছে। মঙ্গলবার সারা দিন ভাঙচুর ও লুটপাট হয়েছে। ফলে আমরা নিরাপত্তার স্বার্থে বুধবার কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।’

ন্যূনতম মজুরি দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার সকালে আশুলিয়া এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বাইপাইল থেকে জিরাবো ও জিরাবো থেকে বিশমাইল পর্যন্ত সড়কের দুইপাশের দেড়শ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

সালাম মুর্শেদী জানান, আশুলিয়া অঞ্চলে ২৫০টি পোশাক কারখানা রয়েছে, যাতে কাজ করে ৪ লাখের বেশি শ্রমিক। এসব কারখানায় বাংলাদেশ থেকে রফতানি করা পোশাকের ১৮ থেকে ২০ শতাংশ প্রস্তুত হয়।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/নভেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর