thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

মূসার মৃত্যুতে ফেনী প্রেস ক্লাবের শোক

২০১৪ এপ্রিল ০৯ ১৮:১৮:১৫
মূসার মৃত্যুতে ফেনী প্রেস ক্লাবের শোক

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনালী সন্তান ও দেশ বরেণ্য সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে ফেনী প্রেস ক্লাবের সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না ও সাধারণ সম্পাদক শওকত মাহমুদ এক শোক বার্তা দিয়েছেন।

শোক বার্তায় বলা হয়, ১৯৩১ সালে ফেনীর ফুলগাজীতে জন্ম নেওয়া ফেনীর গর্বিত সন্তান ও একুশে পদক পাওয়া এবিএম মূসার সাংবাদিকতায় রয়েছে বর্ণময় অভিজ্ঞতা। এ পেশায় তিনি সক্রিয়ভাবে জড়িত থেকেছেন প্রায় ৬০ বছর। তিনি স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।

এবিএম মূসা শুধু সাংবাদিক ছিলেন না, তিনি ছিলেন জাতির অভিভাবক। দেশের ক্রান্তিকালে তার ক্ষুরধার লেখনী ও দিকনির্দেশনা জাতিকে দিয়েছে সঠিক পথের দিশা। তার মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে। ফেনী প্রেস ক্লাবসহ সমগ্র জাতি হারিয়েছেন তাদের একজন যোগ্য অভিভাবক।

তার মৃত্যুতে ফেনী প্রেস ক্লাব গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

সাংবাদিক এবিএম মূসার মৃত্যুতে ফেনী প্রেস ক্লাব কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলেছে জানানো হয় ওই শোক বার্তায়।

(দ্য রিপোর্ট/আরএইচআর/এমএইচও/এনডিএস/এনআই/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর