thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ফের উত্তপ্ত আশুলিয়া

২০১৩ নভেম্বর ১৭ ১০:৩৫:৩৪
ফের উত্তপ্ত আশুলিয়া

সাভার সংবাদদাতা : ন্যূনতম মজুরি ৮ হাজার টাকার দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে আশুলিয়া। শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়া জামগড়া এলাকায় রবিবার সকাল ৮টার দিকে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েই বিক্ষোভ শুরু করে। পরে তারা কারখানা থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অর্ধশতাধিক আহত হয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে কমপক্ষে ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। রবিবারও তারা রাস্তা অবরোধের চেষ্টা করলে আমরা তাদের ছত্রভঙ্গ করে দেই।

(দিরিপোর্ট/ওএস/এএস/জেএম/নভেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর