thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

২১ সদস্যের মন্ত্রিসভা!

২০১৩ নভেম্বর ১৯ ২১:৪১:৩৯
২১ সদস্যের মন্ত্রিসভা!

দিরিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রীসহ ২১ সদস্যের নির্বাচনকালীন সর্বদলীয় মন্ত্রিসভা হচ্ছে! এ মন্ত্রিসভায় ১৭ জান মন্ত্রী, তিনজন প্রতিমন্ত্রী থাকতে পারেন।

এ ছাড়া উপদেষ্টা থাকতে পারেন চারজন। পূর্বের সাত উপদেষ্টার মধ্যে চারজন বাদ পড়তে পারেন। পূর্বের মন্ত্রিপরিষদের মধ্যে দুইজন উপদেষ্টাও থাকতে পারেন বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

বুধবার পূর্বের মন্ত্রিপরিষদ মন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ ও নতুন মন্ত্রীদের দফতর বণ্টনের প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ১৭ জন মন্ত্রীর মধ্যে ১১ জন পূর্বের মন্ত্রিপরিষদের এবং নতুন ছয়জন মন্ত্রী থাকতে পারেন। প্রতিমন্ত্রীদের মধ্যে পূর্বের মন্ত্রিপরিষদের একজন ও নতুন দুইজন মন্ত্রী থাকতে পারেন।

মহাজোট মন্ত্রিসভার সদস্যদের মধ্যে থাকতে পারেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আবুল মাল আব্দুল মুহিত, আব্দুল লতিফ সিদ্দিকী, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মহীউদ্দীন খান আলমগীর, ওবায়দুল কাদের, জিএম কাদের, হাসানুল হক ইনু, নুরুল ইসলাম নাহিদ, হাছান মাহমুদ, আবুল হাসান মাহমুদ আলী।

এ ছাড়া প্রতিমন্ত্রীদের মধ্যে থাকতে পারেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। উপদেষ্টাদের মধ্যে এইচ টি ইমাম, গওহর রিজভী থাকতে পারেন।

সোমবার দুপুর পর্যন্ত মহাজোট সরকারের মন্ত্রিসভায় ৩১ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সাতজন।ওইদিন বিকেলে জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির আরো ছয়জন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী শপথ নেন।

১১ নভেম্বর মন্ত্রিসভা বৈঠকের আগে মহাজোট সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জামা দেন।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা পাঁচ দিনের সফরে সোমবার রাতে জাপান যান। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, একটা বিষয় ঘটবে মঙ্গলবার দেখতে পাবেন।

দিরিপোর্ট২৪/আরএমএম/এসবি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর