thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ঈদ-পূজার ছুটিতে বেড়াবেন কোথায়

২০১৩ অক্টোবর ১১ ১৮:১২:৪৮
ঈদ-পূজার ছুটিতে বেড়াবেন কোথায়
রিপোর্ট২৪ ডেস্ক :ঈদ-পূজার দুই উৎসবকে ঘিরে সারাদেশে চলছে ছুটির আমেজ। ছুটির অবসরে একটু বিনোদন কিংবা নিরিবিলি সময় কাটানোর জন্য আমাদের দেশেও গড়ে উঠেছে অনেক রিসোর্ট। এমন কিছু রিসোর্টের বিস্তারিত জানতে পারবেন ইন্টারনেটে ক্লিক করলেই। পাঠকদের জন্য কয়েকটি রিসোর্টের তথ্য ও ওয়েব ঠিকানা তুলে ধরা হল

নাজিমগড়রিসোর্ট


সিলেট শহরের প্রান্তে পাহাড়ের পাদদেশে ছয় একর জায়গা নিয়ে বেসরকারি মালিকানাধীন নাজিমগড় রিসোর্ট গড়ে উঠেছে। রিসোর্টের অতিথিদের জন্য আশপাশে বেড়ানোর ব্যবস্থাও আছে। বেশ কয়েকটি রেস্তোরাঁ আছে এখানে, যাতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের খাবার পাবেন। ওয়েব: www.nazimgarh.com

হিল সাইড রিসোর্ট:


বান্দরবান জেলা থেকে চার কিলোমিটার দূরে চিম্বুক সড়কে মিলনছড়িতে আছে হিল সাইড রিসোর্ট। এখানে থাকার জন্য রয়েছে বেশ কয়েকটি মনোরম কটেজ ও ডরমিটরি। রয়েছে বম ঘর, মারমা ঘর, বাঁশের তৈরি ঘর। ওয়েব: www.guidetoursbd.com

মারমেইড ইকো রিসোর্ট, প্যাঁচার দ্বীপ, কক্সবাজার:


হিমছড়ি আর ইনানী বিচের মাঝামাঝি প্যাঁচার দ্বীপে এর অবস্থান। রোমাঞ্চপ্রিয় ব্যক্তিরা কক্সবাজার থেকে সাগর ধরে হেঁটে গেলে ঘণ্টা দুইয়ের মধ্যে পৌঁছে যাবেন। সিএনজি অটো রিকশাতেও যাওয়া যায়। পানির ওপর বাঁশের কুঁড়েতে থাকার ব্যবস্থা আছে। দুপুর বা রাতে সি-ফুড, ইউরোপীয়, ক্যারিবীয় ও দেশি খাবার পাবেন। ওয়েব: www.mermaidecoresort.com

যমুনা রিসোর্ট:


বঙ্গবন্ধু যমুনা বহুমুখী সেতুর কাছে যমুনা নদীর কোল ঘেঁষে পূর্ব পাশে এই রিসোর্ট। রুম আছে ১১০টি। রিসোর্টের ভেতরে রেস্তোরাঁর ধারণক্ষমতা ১৫০ জন। ওয়েব: www.jamunaresortbd.com

পদ্মা রিসোর্ট:


মুন্সিগঞ্জের লৌহজং থানায় পদ্মা নদীর চরে এই রিসোর্ট। ২৫টি ঘর রয়েছে। ১৫৫ জন ধারণক্ষমতার একটি রেস্তোরাঁও রয়েছে। বনভোজন বা পার্টিতে আয়োজকেরা চাইলে নিজেরাই রান্না করতে পারেন। ওয়েব: www.padmaresort.net

ফয়’স লেক রিসোর্ট:


চট্টগ্রামে ফয়’স লেকের ভেতরে রয়েছে কনকর্ডের তৈরি এই রিসোর্ট। ২০ মিনিটের হ্রদযাত্রা শেষে পৌঁছাবেন এই রিসোর্টে। এর পাশে রয়েছে ওয়াটার পার্ক। ওয়েব: www.foyslake.com/resort.php

অবকাশ পর্যটন লিমিটেডের রিসোর্ট:


সেন্ট মার্টিন দ্বীপে সেন্ট মার্টিন রিসোর্ট, নিঝুম দ্বীপে নিঝুম রিসোর্ট এবং কক্সবাজারের রামুতে তাদের তৈরি রিসোর্ট রয়েছে।ওয়েব: www.abakashparjatan.com

অরুণিমা:


নড়াইলের কালিয়া উপজেলার মধুমতীর তীরে পানিপাড়া গ্রামে গড়ে উঠেছে অরুণিমা কান্ট্রিসাইড রিসোর্ট। হ্রদে বেড়ানোর জন্য রয়েছে ছোট-বড় ডিঙি। ওয়েব: www.arunimacountryside.com

এলেঙ্গা রিসোর্ট:


টাঙ্গাইল শহর থেকে সাত কিলোমিটার উত্তরে এলেঙ্গায় গড়ে উঠেছে এই রিসোর্ট। আছে রেস্তোরাঁসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা। নৌ ভ্রমণের জন্য রয়েছে ট্রলার, দেশি নৌকা ও স্পিডবোট। ওয়েব: www.elengaresort.com

নক্ষত্রবাড়ি:


অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় গড়ে তুলেছেন এই রিসোর্ট। প্রায় ১০ বিঘা জমির ওপর ‘নক্ষত্রবাড়ি’। বিশাল দিঘি, দিঘিতে শানবাঁধানো ঘাট, কৃত্রিম ঝরনা, সুইমিং পুল, দোলনা, শালবন—সবই আছে এখানে। ওয়েব: www.nokkhottobari.com.bd

(দিরিপোর্ট২৪ডটকম/ওএস/এইচএস/অক্টোবর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর