thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

আনন্দ যুগের অবসান

২০১৩ নভেম্বর ২৩ ১৮:৩৭:১৩
আনন্দ যুগের অবসান

দিরিপোর্ট ডেস্ক : অন্য খেলার মতোই ভীষণ নিষ্ঠুর চৌষট্টি খোপের দাবা৷ ভক্তরা অধীর আগ্রহে সময় কাটান; কখন দেবেন চাল। কখন হবে বাজিমাত। চালের সঙ্গে সঙ্গে সময় গড়িয়ে যায়। কিন্তু আধুনিক ছকের খেলার সময়ও একটি হিসাব-নিকাশ উপাত্ত। তবে সময়ের যোগ-বিয়োগ ছাড়িয়ে বুদ্ধিমাত্রিক খেলার বিশ্ব আসরে ২০তম দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ম্যাগনাস কার্লসেন৷ আনন্দকে ৬.৫-৩.৫... পয়েন্টে হারিয়েছেন৷

শুক্রবার জন্মভূমিতে ৫ বারের চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ নিজ পরাজয় রুখার সুযোগ ছিল না।

আনন্দের সাংবাদিক বৈঠকের মধ্যেই এসে পড়েন নরওয়ের দাবাড়ু৷ শুধু এই কথা বলতে, 'সর্বকালের অন্যতম সেরা একজন দাবাড়ুর বিরুদ্ধে খেলতে পারার জন্য আমি সম্মানিত৷ ম্যাচ জিততে পেরে খুবই খুশি৷ আশা করব, ও ক্যান্ডিডেটসে খেলে অবশ্যই ফিরে আসবে৷'

নিজভুমে হেরে কিছুটা হতাশ আনন্দ। হারার ব্যাখ্যায় না গিয়ে বলেছেন, 'কিছু দিন বিশ্রাম৷ ফিরে দেখব কী ভুল করলাম৷ তার পর ক্যান্ডিডেটসের জন্য প্রস্তুতি৷' তবে ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ বললেন, 'গোটা ম্যাচ জুড়ে ম্যাগনাস কর্তৃত্ব করেছে৷ পুরো কৃতিত্ব ওর৷শুরুর দিকে ভেবেছিলাম, ওর বিরুদ্ধে লম্বা গেম খেলব৷ এটা ঠিক হয়নি৷'

আনন্দের বিপক্ষে তিনটে গেম জিতলেও কার্লসেন অবশ্য মনে করছেন তৃতীয় এবং চতুর্থ গেমই ম্যাচের টার্নিং পয়েন্ট৷ কার্লসেনের কথায়, 'শুরুর দিকে নার্ভাস ছিলাম৷ কিন্তু ওই দুটো লম্বা গেমে ড্র করার পর মনে হয়েছিল ও ছন্দে নেই৷ এর পর নিজের শক্তি অনুযায়ী শুধু খেলেছি৷' সঙ্গে সংযোজন করেছেন, 'পরিকল্পনা ছিল, ওকে যতটা সম্ভব বোর্ডে বসিয়ে রাখা৷'

আনন্দ সর্বকালের সেরাদের একজন৷ অনেকেরই বিশ্বাস খুব অল্প দিনেই ও ফিরে আসবে এবং ম্যাগনাসকে আরও কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলবে৷ উল্লেখ্য, মে মাসে নরওয়েতে ম্যাগনাসের সঙ্গে মুখোমুখি হচ্ছেন আনন্দ-কার্লসেন।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর