thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রিয়ালের জয়

২০১৩ অক্টোবর ২০ ১৩:১৭:৩০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
রিয়ালের জয়
দিরিপোর্ট২৪ ডেস্ক : প্রথমার্ধে ভাগ্য রিয়ালের সহায় না হলেও দ্বিতীয়ার্ধে তা রিয়ালের পক্ষেই যায়। বিরতির পর প্রথম মিনিটেই এক অভাবিত গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। ডান প্রান্ত থেকে ডি মারিয়া রোনালদোর উদ্দেশে মালাগার বক্সে ক্রস ফেললে তা কীভাবে যেন গোলে প্রবেশ করে।

রোনালদো মারিয়ার ক্রস হেড করার জন্য লাফালেও বলে তিনি মাথা ছোঁয়াতে পারেননি। কিন্তু মারিয়ার ক্রসটি গোলরক্ষক কাবালেরোকে বোকা বানিয়ে গোলে প্রবেশ করে।

এই এক গোলে এগিয়ে থেকেই খেলা শেষ করতে যাচ্ছিল স্পেনের সফলতম ক্লাবটি। কিন্তু শেষ মুহূর্তে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো পেনাল্টি থেকে গোল করলে দুই গোলের জয় পায় রিয়াল মাদ্রিদ।

জয়ের পাশাপাশি রিয়ালের জন্য স্বস্তির খবর, প্রায় তিন সপ্তাহ পর গ্যারেথ বেলের ফেরা। ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ওয়েলসের এই ফুটবলার।

এই জয়ে নয় ম্যাচ থেকে ২২ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষ দুই স্থানে থাকা বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কিছুটা কমিয়েছে রিয়াল মাদ্রিদ।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর