thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ড. মুহম্মদ জাফর ইকবাল পদত্যাগ করেছেন

২০১৩ নভেম্বর ২৬ ১৭:৫৭:০৮
ড. মুহম্মদ জাফর ইকবাল পদত্যাগ করেছেন

দি রিপোর্ট-২৪ ডটকম, সিলেট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের প্রধান ড. মুহম্মদ জাফর ইকবাল। মঙ্গলাবর বিকেল ৫টায় তিনি শাবিপ্রবির ভিসির কাছে পদত্যাগ পত্র জমা দেন।

শাবিপ্রবি ও যবিপ্রবির (যশোর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়) সমন্বিত ভর্তি পরীক্ষা স্থগিত করার কারণেই তিনি পদত্যাগ করেন বলে শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইউনূস দিরিপোর্টকে জানান।

শাবিপ্রবির প্রক্টর হিমাদ্রী শেখর রায় বলেছেন, যদি শাবিপ্রবি ও যবিপ্রবির সমন্বিত ভর্তি পরীক্ষা না নেওয়া হয় তাহলে আরো ৪০ থেকে ৫০ শিক্ষক পদত্যাগ করবেন।

তার পদত্যাগের খবরে ওই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা শাবিতে জড়ো হন। তারা তাকে পদত্যাগপত্র প্রত্যাহার করার জোর দাবি জানান।

জাফর ইকবালের পদত্যাগের কারণে শাবি উত্তাল হয়ে রয়েছে।

(দিরিপোর্ট/এমজেসি/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর