thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

সিরিজ ভারতের

২০১৩ নভেম্বর ২৭ ১৮:২৬:৪৭
সিরিজ ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক : শেখর ধাওয়ানের সেঞ্চুরির কল্যাণে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। এর মধ্যদিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

কানপুরে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে দলীয় ২০ রানের মধ্যে ভুবনেশ্বর কুমারের বলে বোল্ড হন কারলেস। দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়েন কিয়েরন পাওয়েল ও স্যামুয়েলস। পাওয়েল ৭০ ও স্যামুয়েলস ৭১ রান করেন।২ জনকে সাজঘরে ফেরান অশ্বিন।

ডোয়াইন ব্রাভোর অপরাজিত ৫১ ও ড্যারেন স্যামির অপরাজিত ৩৭ রানের উপর ভর করে ৫ উইকেটে ২৬৩ রান তুলে সফরকারীরা।

মোহাম্মদ শামি নেন ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার ও রবিন্দ্র জাদেজা।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো না হলেও জয় পেতে সমস্যা হয়নি ভারতে। দলীয় ২৯ রানের মধ্যে বিদায় নেন রোহিত শর্মা।

রোহিত আউট হলেও রান তুলার গতি থামেনি স্বাগতিকদের। শেখর ধাওয়ান ছিলেন অপ্রতিরোধ্য। আউট হওয়ার আগে পঞ্চম সেঞ্চুরি করেন তিনি। ৯৫ বলে ১১৯ রান আসে তার ব্যাট থেকে।

ধাওয়ানের চোখধাঁধানো ইনিংসের দিনে আলো ছড়িয়েছেন যুবরাজ সিং। ১১ ম্যাচ পর হাফসেঞ্চুরি করেছেন তিনি। সুনীল নারিনের বলে আউট হওয়ার আগে ৫৫ রান করেন।সুরেশ রায়নার ৩৪ ও মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ২৩ রানে ভরে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ২৬৩/৫ (পাওয়েল ৭০, স্যামুয়েলস ৭১, ব্রাভো ৫১*; অশ্বিন ৪৫/২)

ভারত : ২৬৬/৫(ধাওয়ান ১১৯, যুবরাজ ৫৫, ধোনি ২৩*; রামপাল ৫৫/২, ব্রাভো ৫৭/২)

ফল : ভারত ৫ উইকেটে জয়ী

ম্যাচ সেরা : শেখর ধাওয়ান(ভারত)

(দ্য রিপোর্ট/এমআই/সিজি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর