thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বৃহস্পতিবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা শনিবার

২০১৩ নভেম্বর ২৭ ১৯:৫৯:৪৩
বৃহস্পতিবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা শনিবার

দ্য রিপোর্ট২৪ প্রতিবেদক : অবরোধের সময় বাড়ানোর জন্য বৃহস্পতিবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় দ্য রিপোর্টকে এ তথ্য জানান।

প্রাথমিকে ধর্ম পরীক্ষা ও ইবতেদায়ী সমাপনীতে কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্ পরীক্ষা বৃহস্পতিবার হওয়ার কথা ছিলো।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। পরে এ কর্মসূচি বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বাড়ানো হয়।

বুধবারের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

২০ নভেম্বর প্র্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। এবার ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে প্রাথমিকে পরীক্ষার্থী ২৬ লাখ ৩৫ হাজার ৪০৬ জন এবং ইবতেদায়ীতে তিন লাখ ১৪ হাজার ৭৮৭ জন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এমএইচও/এমডি/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর