thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ডাকাতের কবলে রাজ্জাক

২০১৩ নভেম্বর ২৮ ১৩:১১:০০
ডাকাতের কবলে রাজ্জাক

দ্য রিপোর্ট ডেস্ক : হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকায় ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হয়েছে ৩৩ বছর বয়সী পাকিস্তানের অলরাউন্ডার আবদুল রাজ্জাককে। এসেই পরলেন ডাকাতের কবলে।

রাজ্জাক জানান, মঙ্গলবার তার লাহোরের বাড়িতে ডাকাত হানা দেয়। ভোর ৫.৩০ মিনিটে বাথরুমের জানালা ভেঙ্গে তারা ঘরের ভেতরে প্রবেশ করে। লকার থেকে ৩৮ ভরি সোনা, ৮ হাজার ডলার, ২ হাজার পাঁচশত পাউন্ড এবং পাসপোর্ট নিয়ে যায় ডাকাতরা।

পুলিশের ধারণা পূর্ব পরিকল্পিতভাবে ডাকাত দল এই কাজটি করেছে। এই ব্যপারে তদন্ত শুরু হয়েছে বলে লাহোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

রাজ্জাক বলেন ‘এই ঘটনা আমার জন্য একটি আতঙ্কজনক আভিজ্ঞতা। পুলিশকে লিখিত জানানো হয়েছে এবং তারা তদন্ত শুরু করেছে।’

(দ্য রিপোর্ট/এমআই/এমডি/নভেম্বর ২৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর