thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট

২০১৩ অক্টোবর ২১ ১৭:৩৬:৫৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ছুটির জন্য চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট তৈরি হয়েছে। ঈদের আগে বন্দরে আমদানি-রফতানি পণ্যভর্তি এবং খালি কনটেইনার পড়ে ছিল প্রায় ২০ হাজার। ছুটি শেষে রবিবার কনটেইনারের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ২৬ হাজার।

চট্টগ্রাম বন্দর সূত্র জানিয়েছে, পরপর দুটি উৎসব ও সাপ্তাহিক ছুটির কারণে খালাস কমে যাওয়ায় বন্দরে কনটেইনার জমছে বেশি। চট্টগ্রামের লালদীঘির মাঠে বিএনপি এবং আওয়ামী লীগ ২৪ ও ২৫ অক্টোবর একই সময়ে সমাবেশ ডেকেছে। এর ফলে পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে বলে শঙ্কা রয়েছে।

বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, ছুটির সময় শুল্ক আদায়ের কার্যক্রম ও ব্যাংক বন্ধ থাকায় আমদানিকারকরা পণ্য খালাস করেননি। তিনি জানান অতিরিক্ত কনটেইনার জমলেও বন্দরের পরিচালনা কর্মকাণ্ড স্বাভাবিক রয়েছে।

(দিরিপোর্ট২৪ডটকম/ওএস/এইচএস/অক্টোবর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর