thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

অথচ তারাই ছিলেন না...

২০১৩ নভেম্বর ৩০ ১৯:০৫:৩৮
অথচ তারাই ছিলেন না...

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী বছর আইপিএলের সপ্তম আসরের ফ্র্যাঞ্চাইজিগুলো ৫ জন ক্রিকেটারকে দলে রেখে দিতে পারবে৷ আগের নিয়মে রাখা যেত ৪ জন ক্রিকেটার৷ আসর আয়োজনের আগে নতুন করে নিলাম হবে৷ তার আগে নতুন এই নিয়ম নিয়ে সিদ্ধান্ত হল সিঙ্গাপুরে ফ্র্যাঞ্চাইজি মালিকদের ২ দিনের সভায়৷ যাদের সভা তারাই ওই সভার প্রথম দিন শুক্রবার হাজির ছিলেন না।

মালিকরা না থাকলেও ছিলেন তাদের প্রতিনিধিরা৷ আইপিএলের নতুন চেয়ারম্যান রঞ্জীব বিশওয়াল মালিকদের হাজির না থাকা নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি৷ জানিয়েছেন, আগে মালিকদের সঙ্গে কথা বলে তবে এ ব্যাপারে মন্তব্য করবেন৷ এই সভায় প্রায় দু ঘণ্টার একটি বক্তব্য রাখেন বোর্ডের দুর্নীতি বিরোধী এবং নিরাপত্তারক্ষা ইউনিট৷ যে প্রেজেন্টেশনের বক্তব্য ছিল, আগামী বছর আইপিএলকে দুর্নীতিমুক্ত করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে৷

৫ ক্রিকেটারকে রেখে দেওয়া নিয়ে সিদ্ধান্ত হলেও, কোনও ক্রিকেটারের সর্বোচ্চ বেতন কী হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি৷ আগামী বছর ১২ এপ্রিল প্রাথমিকভাবে আইপিএল শুরুর ভাবনা থাকলেও লোকসভা নির্বাচন ওই সময়ে হলে কী হবে তা নিয়েও অনিশ্চয়তা রয়ে গিয়েছে৷ অন্য কোনও দেশে টুর্নামেন্টটি সরিয়ে নিয়ে যাওয়া হবে কি না তা নিয়েও আলোচনা হয়নি৷যদিও ভারতে ফের আইপিএল আয়োজনের তোরজোড় চলছে।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ৩০, ২০১৩)





পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর