thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে

২০১৩ ডিসেম্বর ০১ ১২:০৭:১৫
রাজনৈতিক অস্থিরতার প্রভাব পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে দেশের পুঁজিবাজারে। একটানা তিন কার্যদিবস ধরে কমছে মূল্য সূচক এবং দৈনিক লেনদেনের পরিমান। রবিবারও হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি তুলনামুলক কম হওয়ায় নিম্নমুখী প্রবণতা বিরাজ করছে বাজারে।

দুপুর ১২টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১৬৫ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ১১৬ কোটি ২০ লাখ।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪২৩০ পয়েন্টে অবস্থান করে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দুপুর ১২টা পর্যন্ত ১৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮১৪৯ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ১৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৮টির, কমে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ১৫ কোটি ৬৬ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর