thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

‘বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির ইশারায় তিস্তা চুক্তিতে মমতার না’

২০১৩ ডিসেম্বর ০২ ১৪:৫০:৩৭
‘বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির ইশারায় তিস্তা চুক্তিতে মমতার না’

কলকাতা প্রতিনিধি : ‘বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির কথামতো তিনি তিস্তা চুক্তিতে রাজি হননি৷’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাম না করে তিস্তা নিয়ে এমন অভিযোগ করেছেন পশ্চিবঙ্গের বিরোধী দলের নেতা সূর্য্য কান্ত মিশ্র৷ শুধু তাই নয় তিনি আরও বলেন ‘মমতার সঙ্গে ভারত ও বাংলাদেশের সাম্প্রদায়িক শক্তির সম্পর্ক ভাল৷ তিনি সাপ এবং ব্যাঙের গালে চুমু খান৷

ভারতকে যে শক্তি হিন্দু রাষ্ট্র বানানোর কথা বলছে এবং বাংলাদেশকে যারা ইসলামিক রাষ্ট্র বানানোর কথা বলছে তাদের ইশারায় মমতা বন্দ্যোপাধ্যায় ভারত বাংলাদেশ প্রস্তাবিত তিস্তা চুক্তিতে সম্মত হননি৷ এমনকি তাদের কথামতো তিনি বাংলাদেশে যাননি৷’ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন সিপিআইএম নেতা তথা পশ্চিবঙ্গের বিরোধী দলের নেতা সূর্য্য কান্ত মিশ্র৷ রবিবার সন্ধ্যায় কলকাতার উত্তর শহরতলী বারাসতে এক জনসভায় তিনি এই অভিযোগ করেন৷

মিশ্র আরও বলেন, বাংলাদেশ সরকার যেখানে বারবার বলছেন সে দেশের নির্বাচনের জন্য তিস্তা চুক্তি খুব দরকার সেখানে মমতা নীতিহীনের মতো চলছে৷ এদিন তিনি মমতাকে আঞ্চলিক, জাতীয় এবং আর্ন্তজাতিক ক্ষেত্রে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করে মিশ্র বলেন, প্রতিবেশীর সঙ্গে কীভাবে চলতে হয় মমতা তা জানেন না৷

(দ্য রিপোর্ট/এসএম/এইচএসএম/ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর