thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

এরশাদের মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ

২০১৩ ডিসেম্বর ১৬ ১৬:৪৭:০১
এরশাদের মুক্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে দলটি। দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার সোমবার বিকেলে বনানীর কেন্দ্রীয় কার্যালয় থেকে এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, মঙ্গলবারের মধ্যে এরশাদকে মুক্তি না দিলে বুধবার জেলায় জেলায় মিছিল করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

রুহুল আমীন বলেন, ‘ব্যক্তিগতভাবে লাভবান হতে চাইলে আরো আগেই লাভবান হতে পারতাম। এর আগের মহাসচিবরা অনেকেই চলে গেছেন। আমি ১২ বছর ধরে দায়িত্ব পালন করছি। এক দিনের জন্যও লুকিয়ে থাকিনি।

তিনি আরো বলেন, ‘স্যারের (এরশাদ) প্রতি ও দেশের প্রতি জীবন দিয়ে হলেও সম্মান রক্ষা করবো।’

দলটির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ছোট ভাই জি এম কাদের বলেন, ‘আমরা আঁতাত করেছি বলে অপপ্রচার চালানো হচ্ছে। আমরা আঁতাত করিনি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। তাই শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমরা যে মুক্তি চেয়েছিলাম স্বাধীনতার ৪২ বছর পরেও সে ‍মুক্তি পায়নি। তাই আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমাদের আন্দোলনের সুফল যাতে অন্য কেউ নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতী, সাইদুর রহমান ট্যাপা, সুনীল শুভ রায় প্রমুখ।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/ডিসেম্বর ১৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর