thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ছোট-খাটো দুর্ঘটনার চিকিৎসা

২০১৩ ডিসেম্বর ১৭ ২২:২৫:০৬
ছোট-খাটো দুর্ঘটনার চিকিৎসা

দ্য রিপোর্ট ডেস্ক : দুর্ঘটনা বলে-কয়ে আসে না। প্রতিদিনের কাজকর্মের মধ্যে কে কখন কোনস দুর্ঘটনায় পরবেন- বলা কঠিন। এসব ছোট-খাটো দূর্ঘটনাকে পাত্তা না দিলে পরে কোন বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই তাড়াতাড়ি এর প্রতিকার করা উচিত।

কাটা জায়গায় মধু: কাটা জায়গার উপর অল্প পরিমাণ মধু খুব কাজে দেয়। ব্যান্ড এইড দিয়ে কাটা অংশ ঢেকে দেওয়ার আগে খানিকটা মধুর প্রলেপ দিয়ে মিনিটখানেক রেখে দিন। তারপর ব্যান্ড এইড লাগান। এতে কাটা ঘা তাড়াতাড়ি শুকায়।

মৌমাছি দংশন: মৌমাছির আক্রমণের পরে ঠাণ্ডা পানিতে এক কাপ যব দিয়ে অন্তত ৩০ মিনিট ধরে গোসল করলে ব্যথা উপশম হবে। এই চিকিৎসা যেকোনো ব্যাথার ক্ষেত্রেও কাজে দেবে। এছাড়া একটি পরিষ্কার কাপড়ে পেঁয়াজের রস নিয়ে ক্ষতে লাগালে ব্যথার উপশম ঘটে।

ডায়রিয়া: ডায়রিয়া হলে শরীর দ্রুত দূর্বল হয়ে পড়ে। কাঁচা কলা আপনার শরীরের শক্তি বৃদ্ধি করবে। কলা ভিটামিন ও পটাসিয়াম সমৃদ্ধ খাবার যা শরীরকে চাঙ্গা করে।

পায়ের চুলকানি: পায়ে চুলকানি হলে চায়ের পানিতে পা ডুবিয়ে রাখুন। চা’য়ে আছে ট্যানিন এসিড যা চুলকানি কমাতে সাহায্য করে।

(দ্য রিপোর্ট/কেএম/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর