thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

শিল্পকলায় লালজমিন

২০১৩ ডিসেম্বর ২৭ ১১:৩০:২৬
শিল্পকলায় লালজমিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন অভিজ্ঞতার নাট্যপ্রকাশ ‘লালজমিন’। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্টুডিও থিয়েটার হলে এটির ষাটতম মঞ্চায়ন হবে।

মান্নান হীরা রচিত এ নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নির্দেশনা- সুদীপ চক্রবর্তী। মঞ্চায়নের নেপথ্য কারিগররা হলেন ওয়াহীদা মল্লিক, জুলফিকার চঞ্চল, রামিজ রাজু, নীলা সাহা, আতিকুল ইসলাম, আতিকুর রহমান, মীর্জা শাকিব, মোসাম্মৎ মমতাজ, জুয়েল মিজি, তানভীর সানি।

‘শূন্যন’ থিয়েটার প্রযোজিত নাটকটির নির্দেশক সুদীপ চক্রবর্তী দ্য রিপোর্টকে জানান, প্রিয় ও পূজনীয় দর্শক ও নাট্যকর্মী বন্ধুদের অকুণ্ঠ সহযোগিতায় ২০১১ সালের ১৮ মে প্রথম প্রদর্শনীর পর থেকে দেশে ও বিদেশে নিয়মিত ও অবিরত মঞ্চায়নের পথ পরিক্রমায় ষাটতম প্রদর্শনীর সন্ধ্যায় উপনীত হলো ‘লালজমিন’। নাটকটি দর্শকনন্দিত হওয়ায় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে নির্দেশক বলেন, আমি বিশ্বাস করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মহান মুক্তিযুদ্ধের অমিয় চেতনায় নির্মিত ‘লালজমিন’-এর শক্তি অক্ষয় হয়ে রবে এবং মঞ্চপাগল দর্শক নিয়মিত আসবে আমাদের উৎসাহ দিতে।

(দ্য রিপোর্ট/এমএ/লতিফ/ডিসেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর