thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

রাজধানীতে ছাত্রসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

২০১৪ জানুয়ারি ০১ ১২:০৯:৫১
রাজধানীতে ছাত্রসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : রাজধানীতে মঙ্গলবার রাতে ছাত্রসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

রাজধানীর হাজারিবাগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে সাইদুল ইসলাম নয়ন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহতের বড়ভাই জিন্নাত আলী জানান, রাত সাড়ে ১২টার দিকে হাজারিবাগের আল্লাহর দান বিবিয়ানি হাউসের পাশে নয়নের সঙ্গে তার বন্ধু শাহীনের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় শাহীন নয়নকে ধাক্কা দিলে নিচে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। পরে নয়নকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজারিবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে, রাজধানীর বনানী ফ্লাইওভারের ওপর পিকআপের ধাক্বায় মাহফুজুর রহমান খান (২৩) নামে ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম দুর্ঘটনার পর গুরুতর আহতাবস্থায় মাহফুজুরকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহফুজুর মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। তিনি কল্যাণপুরের বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।

এদিকে, একই সময়ে রাজধানীর ধোলাইখাল মোড়ে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৪০) এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ইয়াসমীন জানান, ওই রিকশাচালক গুরুতর আহতাবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল। তার পাশেই তার রিকশাটিও পড়ে ছিল বলে জানান ইয়াসমীন।

পরে ইয়াসমীন তাকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরনে চেক লুঙ্গি, নীল শার্ট ও ছাই রংয়ের সোয়েটার ছিল।

(দ্য রিপোর্ট/এসআর/কেএন/এমডি/লতিফ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর