thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সুপ্রিম কোর্টে রাজনৈতিক কর্মসূচি নিয়ে সমঝোতা হয়নি

২০১৪ জানুয়ারি ০১ ১৫:৩৭:৪২
সুপ্রিম কোর্টে রাজনৈতিক কর্মসূচি নিয়ে সমঝোতা হয়নি

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্টে রাজনৈতিক কর্মসূচি না করার ব্যাপারে মন্তব্য করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এ জে মো. আলী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আইনজীবীরা গণতন্ত্রের অভিযাত্রায় শামিল আছে, শামিল থাকবে। আন্দোলনে কাঙ্ক্ষিত সাফল্য না আসা পর্যন্ত তা অব্যাহত থাকবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) মিডিয়াতে সুপ্রিম কোর্ট অঙ্গনে মিছিল মিটিং প্রসঙ্গে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। তাই সবাইকে জানানোর জন্য বিষয়টি প্রকাশ করছি। গতকাল (মঙ্গলবার) প্রধান বিচারপতির উপস্থিতিতে সুপ্রিম কোর্টের বর্তমান ও প্রাক্তন সভাপতি, সেক্রেটারি ও সিনিয়র আইনজীবীদের আলোচনার জন্য আহ্বান করলে আমি এবং উপস্থিত কয়েকজন সিনিয়র অ্যাডভোকেট প্রাক্তন সভাপতি ও সেক্রেটারিগণ তার চেম্বারে সমবেত হই। প্রধান বিচারপতিসহ কয়েকজন আপিল বিভাগের বিচারপতি আমাদের সঙ্গে গত ২৯ ও ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে ঘটে যাওয়া হামলার ঘটনা সম্পর্কে আলোচনা শুরু করেন।’

এ জে মো. আলী বলেন, ‘প্রধান বিচারপতি তার বক্তব্যে গত ২৯ ও ৩০ ডিসেম্বর বহিরাগত দুর্বৃত্তদের সুপ্রিম কোর্ট আক্রমণের বিষয়ে নির্লিপ্ত থাকায় আমি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করি। উক্ত আলোচনায় রাজনৈতিক পরিচয়েরভিত্তিতে কাউকে আলোচনার জন্য আহ্বান করা হয়নি। উক্ত আলোচনায় আরও সিদ্ধান্ত হয় যে আলোচ্য বিষয়বস্তু আলোচকদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু দুঃখের বিষয় আলোচনার পরপরই আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু আইনজীবীসহ অ্যাটর্নি জেনারেল আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সম্পর্কে এক বিভ্রান্তিকর বক্তব্য প্রকাশ করে।’

তিনি আরও বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই কালকের আলোচনা কোন দলীয় প্রতিনিধিত্বেরভিত্তিতে ছিল না। তাই সেখানে সমঝোতার কোন প্রশ্নই আসে না।’

একই সঙ্গে বুধবার সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর পরই অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্ট অঙ্গনে মিছিল করেছে ১৮ দলীয় জোট সমর্থক আইনজীবীরা। মিছিলটি সুপ্রিম কোর্ট বার ভবন থেকে শুরু করে প্রধান ফটক ঘুরে আবার বার ভবনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘বার সভাপতি হয়তবা বিএনপি ও জামায়াতের চাপে পড়ে এমন কথা বলেছেন। সুপ্রিম কোর্টের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিএনপি-আওয়ামী লীগ আইনজীবীদের একমত হওয়া প্রয়োজন।’

প্রসঙ্গত, পর পর দুই দিন পাল্টাপাল্টি সংঘর্ষ সংঘাতের পর সুপ্রিম কোর্ট এলাকায় সভা-সমাবেশ-মিছিল না করতে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতির ডাকে সাড়া দিয়ে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির বতর্মান সভাপতি ও সাবেক সভাপতি এবং সম্পাদকের মত বিনিময়ের পর একমত হন।

এর আগে মঙ্গলবার আইনজীবীদের একমত হওয়া প্রসঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও আওয়ামীপন্থী আইনজীবী শ ম রেজাউল করিম জানান, সুপ্রিম কোর্টের প্রধান ফটক এলাকায় এবং বারান্দায় সভা-সমাবেশ না করার একটি প্রস্তাবে আমরা একমত হয়েছি। তবে মাজার গেইটের ওই দিকে মিছিল মিটিং করা যাবে। প্রসঙ্গত, রোড ফর ডেমোক্রেসি কর্মসূচি নিয়ে গত ২৯-৩০ ডিসেম্বর দুদিনে সুপ্রিম কোর্টের প্রধান গেইটে সংঘর্ষ, ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

(দ্যরিপোর্ট/এসএ/এমসি/এসএ/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর