thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আনসারের পোশাকে কেন্দ্র পাহারা দিচ্ছে সরকার সমর্থকরা

২০১৪ জানুয়ারি ০৫ ১১:২৫:২০
আনসারের পোশাকে কেন্দ্র পাহারা দিচ্ছে সরকার সমর্থকরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৬ আসনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তবে ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা রক্ষায় র‌্যাব-পুলিশের সঙ্গে সরকার সমর্থকরা গড়ে তুলেছেন নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।

সকাল সাড়ে ৮টার দিকে ৪২ নম্বর ওয়ার্ডের কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের সামনের গেটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক কর্মী অবস্থান করছেন। অনেকের হাতে লাঠি ও গায়ে আনসারের জ্যাকেটও দেখা গেছে।

এদেরই একজন কামরুল ইসলাম দ্য রিপোর্টের কাছে দাবি করেন, তিনি স্থানীয় যুবলীগকর্মী। তাকে একদিনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/সাআ/এইচএসএম/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর