thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কামাল মজুমদারের কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১০৭টি

২০১৪ জানুয়ারি ০৫ ১২:০৮:১০
কামাল মজুমদারের কেন্দ্রে ২ ঘণ্টায় ভোট পড়েছে ১০৭টি

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-১৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদারের নিজস্ব কেন্দ্রে প্রথম ২ ঘণ্টায় ভোট পড়েছে মোট ১০৭টি। মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসা নামের ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭০১১ জন।

ওই আসনের অন্য কেন্দ্রগুলোতেও ভোটারদের তেমন কোনো উপস্থিতি দেখা যায়নি। নারী ভোটারের সংখ্যা ছিল কম। দেখা যায়নি ভোটারের লাইনও।

সকাল ৯টায় নিজস্ব কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার।

মিরপুর কেন্দ্রীয় মসজিদ ও জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া এতিমখানা মাদ্রাসায় কেন্দ্র মোট তিনটি। এর মধ্যে প্রথমটিতে মোট ভোটার সংখ্যা ২৩৩৫ হলেও ভোট পড়েছে মাত্র ১৯টি। দ্বিতীয় কেন্দ্রে ভোট পড়েছে ২৯টি। সেখানে ভোটার সংখ্যা ২৩৩৮টি। তৃতীয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৩৩৮। ভোট পরেছে ৫৯টি। এ ছাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয়, এস ও এস হারম্যান মেইনার কলেজ কেন্দ্রের অবস্থাও একই রকম।

(দ্য রিপোর্ট/এসএ/এএইচএস/এমডি/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর