thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নির্বাচনে ভোট দিতে পারেননি ব্যবসায়ী নেতারা

২০১৪ জানুয়ারি ০৫ ১৩:০৭:১১
নির্বাচনে ভোট দিতে পারেননি ব্যবসায়ী নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভোট দিতে পারেননি অধিকাংশ ব্যবসায়ী নেতারা। তাদের নির্বাচনী এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় (অটো এমপি) নির্বাচিত হওয়ায় তারা ভোট দিতে পারেননি।

এফবিসিসিআই, বিজিএমইএ, ঢাকা চেম্বার, অ্যামচেম’ বাংলাদেশ-এর নেতাদের সঙ্গে রবিবার সকালে কথা বলে এ তথ্য জানা গেছে।

তবে ব্যতিক্রম এফবিসিসিআই সভাপতি কাজি আকরাম উদ্দিন আহমদের ক্ষেত্রে। তিনি কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিতে গেছেন। ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতিক নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম ভোট দিতে পারেননি। তার নির্বাচনী এলাকায় রাশেদ খান মেনন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নিজ নির্বাচনী এলাকায় একজন ‘অটো এমপি’ নির্বাচিত হওয়ায় এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোট না থাকায় তিনি সকালে ব্যাংককে গেছেন। এফবিসিসিআই’র সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদও ভোট দিতে পারেননি। তার নির্বাচনী এলাকা টাঙ্গাইল-৪ আসনে লতিফ সিদ্দিকী ‘অটো এমপি’ হয়েছেন। এফবিসিসিআই’র পরিচালক শাহেদ রেজা শিমুলও ভোট দিতে পারেননি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায়। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার বড় ছেলে এবারই প্রথম ভোটার হয়েছে ফেনীর একটি নির্বাচনী আসনে। কিন্তু সে ভোট দিতে পারেনি ‘অটো এমপি’ নির্বাচিত হওয়ায়।’ তবে তিনি কৌতূক করে বলেন, ‘আমরা রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারের পথ অনুসরণ করেছি মাত্র। তারাও এ সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি।’

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম বাংলাদেশ) এর সভাপতি আফতা উল ইসলাম ইচ্ছাকৃতভাবে এ প্রহসনের নির্বাচনে ভোট দিতে যাননি। তিনি কুমিল্লা-৬ আসনের ভোটার। ওই আসনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(দ্য রিপোর্ট/এআই/এমসি/এএল/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর