thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শূন্য কেন্দ্রে ভোটার লাইনে প্রিসাইডিং অফিসার

২০১৪ জানুয়ারি ০৫ ১৩:৩১:২৭
শূন্য কেন্দ্রে ভোটার লাইনে প্রিসাইডিং অফিসার

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : কেন্দ্র ভোটার শূন্য। ভেতরে শুধু লাঙ্গলের এজেন্ট। হাতি মার্কার এজেন্টদের বের করে দিয়েছেন লাঙ্গল মার্কার এজেন্টরা। আর এমন সময় ভোটারহীন কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে রোদ পোহাচ্ছিলেন প্রিসাইডিং অফিসার মো. ফারুক হোসেন।

স্বতন্ত্র প্রার্থী সাহিদুর রহমান সহিদের অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুর ১টার দিকে ঢাকা-৬ আসনের ৩৯নং ওয়ার্ডের শেরেবাংলা মহিলা মহাবিদ্যালয় কলেজ কেন্দ্রে এ চিত্র চোখে পড়ে।

এ সময় কলেজের বাইরে শূন্য টেবিলে বসেছিলেন সাহিদুর রহমান সহিদের দুই এজেন্ট। তাদের অভিযোগ, ভেতর থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। অভিযোগকারীরা হলেন আফসানা আক্তার আলম ও মঞ্জু।

সহিদের এজেন্টদের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রিসাইডিং অফিসার মো. ফারুক হোসেন বলেন, সকালে পুলিশ এসে ঝামেলা করেছিল। এখন কোনো সমস্যা নেই। আর আমি লিখিত কোনো অভিযোগও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। ভোটার উপস্থিতি একটু কম। কী পরিমাণ ভোটার ভোট দিয়েছেন- এমন প্রশ্নের উত্তরে ফারুক হোসেন বলেন, ‘বিকেলে কাউন্ট করে বলা যাবে।’

প্রিসাইডিং অফিসার মো. ফারুক হোসেন প্রতিবেদককে বিভিন্ন কক্ষ দেখিয়ে বলেন, এরা সবাই হাতি মার্কার এজেন্ট। কাউকে বের করে দেওয়া হয়নি। তবে হাতি মার্কার এজেন্টদের দাবি ভেতরে তাদের কোনো এজেন্ট নেই। যারা আছেন সবাই লাঙ্গল মার্কার এজেন্ট।

এদিকে দুপুর ১২টার দিকে পুরান ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় হাতি মার্কা ও লাঙ্গল মার্কার এজেন্টদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সেখানে স্বতন্ত্র প্রার্থী সহিদ গিয়ে লাঙ্গল মার্কার এজেন্টদের তাড়িয়ে দেন।

ঘটনার সত্যতা স্বীকার করে দায়িত্বরত এএসআই সজীব বাড়ই বলেন, বেঞ্চে বসা নিয়ে ঝামেলা হয়েছিল। এখন পরিস্থিতি শান্ত।

(দ্য রিপোর্ট/সাআ/এইচএসএম/শাহ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর