thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

২০১৪ জানুয়ারি ০৫ ১৪:২৭:৩২
ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী সাহিদুর রহমান সহিদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় তার বাসভবন ‘একশ কাঠাতে’ এক জরুরি সংবাদ সম্মেলনে এ বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রতিপক্ষের লোকদের ভোটকেন্দ্র দখলের বিষয়ে নির্বাচন কমিশন ও প্রিসাইডিং অফিসারকে অবহিত করলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

নির্বাচন বর্জনের আগেই তিনি অভিযোগ করেন যে, তার প্রতিপক্ষের প্রার্থী জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদের লোকেরা ভোটকেন্দ্র দখল করে তার লোকদের বের করে দিচ্ছে।

তিনি অভিযোগ করেন, কববাদ সরদার হাইস্কুল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সেন্ট্রাল ইউনেন্স কলেজ, মিতালী স্কুল, বাংলাবাজার জুবলী স্কুল ও মহিলা সমিতি কেন্দ্র দখল করেছে তার প্রতিপক্ষের প্রার্থীর লোকেরা।

এর আগে দুপুর দেড়টার দিকে সাহিদুর রহমান সহিদ অভিযোগ করেন কাজী ফিরোজ রশিদ পক্ষের ও ৪৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি হাসান আসকারী ও মাদক ব্যবসায়ী রহিমার জামাতা রবিন তার ওপর হামলা করেছে।

(দ্য রিপোর্ট/এসএ-এইচএস/এমসি/এএল/জানুয়ারি ৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর