thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ঝিনাইদহে ভোটার শূন্য কেন্দ্র

আগুনে ভস্মিভূত ১০টিতে ভোট গ্রহণ স্থগিত

২০১৪ জানুয়ারি ০৫ ১৭:২২:০৮
আগুনে ভস্মিভূত ১০টিতে ভোট গ্রহণ স্থগিত

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে বেশিরভাগ ভোট কেন্দ্রে সকাল থেকেই ভোটার শূন্য দেখা গেছে। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের নির্বাচন বর্জনের ফলে ভোটারের উপস্থিতি নেই বলে জানান নির্বাচন সংশ্লিষ্টরা।

জেলার বেশ কিছু কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জাল ভোট দেওয়ার অভিযোগে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নায়েব আলী জোয়ার্দ্দার নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

সহিংসতার কারণে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় ১০ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

মহেশপুর পৌরসভাধীন গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমপুর রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়, সামন্তা দাখিল মাদরাসা, লালপুর স্যাটেলাইট প্রাথমিক স্কুল, নওদাগাঁ ও শাড়াবাড়িয়া, কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া, পাশপাতিলা ও মামুনশিয়া ভোট কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে।

এ সব কেন্দ্রের আসবাবপত্র ও ভোটের সরঞ্জাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যালট পেপার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এ সময় মানুমশিয়া কেন্দ্রে দ্বায়িত্বে থাকা পুলিশের এসআই মিলনসহ ৩ পুলিশ আহত হয়।

জেলার ৪টি আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৫৪১টি। ভোটার ১১ লাখ ৯৬ হাজার ১৭৯ জন। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫০৭টি।

তবে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আনিচুর রহমান ৭ কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানান।

(দ্য রিপোর্ট/টিএম/ডব্লিউএন/এসএ/জানুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

ভোটের খবর এর সর্বশেষ খবর

ভোটের খবর - এর সব খবর