thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিল

২০১৪ জানুয়ারি ২৯ ১৪:৩৫:৫৪
ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিল

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি এ মিছিলের আয়োজন করে।

স্থানীয় প্রিয়া সিনেমা হলের সামনে থেকে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কালো পতাকা মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের পায়রা চত্বরে আসলে পুলিশ তাতে বাধা দেয়। মিছিলকারীরা পুলিশের বাধা ভেঙে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কেপিবসু সড়কের জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানসহ বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা প্রহসনের নির্বাচন, অবৈধ সরকার ও সংসদ বাতিলের দাবি জানান।

(দ্য রিপোর্ট/আরএইচ/ইইউ/এমডি/সা/জানুয়ারি ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খুলনা এর সর্বশেষ খবর

খুলনা - এর সব খবর