thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

মেহেরপুরে ছিনতাইকারীদের বোমা হামলায় আহত ২

২০১৪ জানুয়ারি ৩০ ০৯:৫১:৪৯
মেহেরপুরে ছিনতাইকারীদের বোমা হামলায় আহত ২

মেহেরপুর সংবাদদাতা : সদর উপজেলার যাদবপুর-শালিকা সড়কের কানাবিলের কাছে একদল ছিনতাইকারীর বোমা হামলায় রাশিদুল ও তাহাজ নামের দুইজন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর সদর উপজেলার শালিকা গ্রামের কাদের আলীর ছেলে রাশিদুল ও তাহাজসহ ৭/৮ জন গ্রামবাসী মেহেরপুর শহর থেকে ফিরছিল। তারা যাদবপুর-শালিকা সড়কের কাবিলের নিকট পৌঁছলে ২০/২৫ জনের একদল ছিনতাইকারী তাদের পথরোধ করে।

এ সময় পথচারীরা ছিনতাইকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারে। ছিনতাইকারীরা তাদের ওপর পরপর ৪টি বোমা ছুড়ে মারে। বোমার বিস্ফোরণে রাশিদুল ও তাহাজ গুরুতর জখম হয়। সঙ্গীরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, বোমার স্প্লিন্টার তাদের পায়ে বিদ্ধ হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মেহেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, হামলার পর পুলিশের একটি দল ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান শুরু করেছে।

(দ্য রিপোর্ট/ এমআর/ এমডি/এএল/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খুলনা এর সর্বশেষ খবর

খুলনা - এর সব খবর