thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

দুর্ঘটনার মৃতদেহ দেখে পথচারীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৩:২৪:১২
দুর্ঘটনার মৃতদেহ দেখে পথচারীর মৃত্যু

রংপুর সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাসচাপায় নূরুল ইসলাম (৩২) নামে এক সাইকেলআরোহী নিহত হয়েছেন। এ সময় নূরুল ইসলামের মৃতদেহ দেখতে এসে ঘটনাস্থলেই সাইফুল নামে এক পথচারীর মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

উপজেলার শঠিবাড়ীর দুলহাপুর এলাকায় রবিবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস রংপুরের শঠিবাড়ীর দুলহাপুর হয়ে রংপুর যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় সাইকেলআরোহী নূরুল ইসলাম বাসের নিচে চাপা পড়ে মারা যান। জনতা ভিড় করলে সাইফুল ইসলামও সেখানে যান। নূরুলের মৃতদেহ দেখে ঘটনাস্থলে সাইফুল মারা যান।

মিঠাপুকুর থানার (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, এ ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/আরআই/ইইউ/এএস/জামান/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর