thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

জামায়াত ও বিএনপি সিআইএ’র এজেন্ট : খাদ্যমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ০২ ১৪:৫৬:৩৪
জামায়াত ও বিএনপি সিআইএ’র এজেন্ট : খাদ্যমন্ত্রী

সাভার সংবাদদাতা : জামায়াত ও বিএনপিকে সিআইএ’র এজেন্ট বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রবিবার সকালে সাভারের আমিন বাজার এলাকার মিরপুর-মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, বিএনপি নিজেদের ভুল বোঝতে পেরেছে, তাই তারা আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রী উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে বলেন, গত কয়েক মাসের নাশকতার রাজনীতির জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় জনগণ তাদের আবার প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীন মোহাম্মদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক হাসিনা দ্দৌলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনএইচ/এএস/সা/ফেব্রুয়ারি ২, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর