thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গ্রামীণফোনের ২ কর্মচারী নিহত

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১২:১৬:৪৩
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গ্রামীণফোনের ২ কর্মচারী নিহত

ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুরের নগরকান্দা উপজেলার মহিলা রোডে বাসচাপায় গ্রামীণফোনের দুই কর্মচারী নিহত হয়েছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারউদ্দিন দ্য রিপোর্টকে জানান, সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শহরতলির খলিলপুর এলাকার সবুজ ও ওয়্যারলেস পাড়ার নাসির। তারা দুজনই ফরিদপুর গ্রামীণফোনের ডিলার পয়েন্টের এসআর হিসেবে কর্মরত ছিলেন বলে জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সবুজ মারা যান। মারাত্মক আহতাবস্থায় নাসিরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি জানান, নিহত দুজনের মৃতদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

(দ্য রিপোর্ট/এসএইচ/এমএইচও/এসবি/জামান/ফেব্রয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর