thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৩:০৮:২৯
সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ সংবাদদাতা : দশ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির সাজা দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শহরের রহমতগঞ্জ এলাকা থেকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে একটি মিছিল বের করে জামায়াত। মিছিলটি সমাজকল্যাণ মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের নায়েবে আমির প্রভাষক আব্দুর লতিফ, অর্থ সম্পাদক আবু তালেব এবং জেলা শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম।

সমাবেশ শেষে জামায়াতের নেতাকর্মীরা সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান দ্য রিপোর্টকে এ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

(দ্য রিপোর্ট/আরএ/ইইউ/জামান/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর