thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

সরিষাবাড়ীতে আহত যুবদল নেতার মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৩ ১৪:০৫:১৭
সরিষাবাড়ীতে আহত যুবদল নেতার মৃত্যু

জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীদের হামলায় আহত যুবদল নেতা সুজন খান (৩০) মারা গেছেন। রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার চান খাঁর ছেলে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম দ্য রিপোর্টকে জানান, আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় সুজন খান আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেলে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে একটি মোটরসাইকেলের শোভাযাত্রাসহ মিছিল বের করে। মিছিলটি বাউসী বাজার হয়ে ভাটারা যাচ্ছিল। এ সময় ভাটারা বাজার থেকে যুবদল নেতা সুজন খান তার বন্ধু টুটুলকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। মিছিল থেকে কয়েকজন টুটুলকে মারধরের পর ছেড়ে দেয়। আর সুজনকে অপহরণ করে নিয়ে যায়। পরে মিছিলকারীরা ভাটারা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মসজিদের সামনে রামদা দিয়ে কুপিয়ে সুজনকে ফেলে রেখে যায়।

স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এসবি/এমএআর/জামান/ফেব্রুয়ারি ৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর