thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কড়া নিরাপত্তায় ৬০ ঘণ্টার হরতাল শুরু

২০১৩ নভেম্বর ০৪ ০৮:২৩:৩৭
কড়া নিরাপত্তায় ৬০ ঘণ্টার হরতাল শুরু

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা এ হরতাল কর্মসূচি চলবে। রাজধানী ঢাকাসহ সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

শনিবার ১৮ দলীয় জোট মহাসচিবদের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

হরতালের শুরুতে সোমবার সকাল সাড়ে ৭টায় টঙ্গীর মিলগেট এলাকায় আশরাফ টেক্সটাইল মিলসের সামনে যাত্রীবাহী বলাকা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা। এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয় কয়েকজন বাসযাত্রী। টঙ্গী ফায়ার স্টেশনের কর্তব্যরত কর্মকর্তা জাকির হোসেন আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া রাজধানীর মালিবাগ ও বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
মতিঝিল থানার ওসি গোলাম সরোয়ার জানান, রাজধানীর মতিঝিল এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি। আগের হরতালের চেয়ে এই হরতালের পরিস্থিতি স্বাভাবিক। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এর আগে, হরতালের আগের দিন রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে অন্তত ১৮টি গাড়ি পোড়ানো হয়েছে।

আগুন ধরিয়ে দেওয়া গাড়িগুলোর অধিকাংশই বাস, এর মধ্যে জাতিসংঘের একটি এবং সোনালী ব্যাংকের একটি স্টাফ বাসও রয়েছে।

মতিঝিল, বিজয় সরণি, শাহবাগ, মিরপুর, তেজগাঁও, গুলশান, মহাখালী, কাঁটাবন ও গুলিস্তান এলাকায় এই ১৮টি গাড়ি পোড়ানোর তথ্য পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনীর কাছ থেকে পাওয়া গেছে।

(দিরিপোর্ট২৪/কেজেএন/জেএম/এইচএসএম/নভেম্বর ০

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর