thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ ফেব্রুয়ারি ০৪ ১৬:০০:০৯
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলায় মঙ্গলবার দপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। ফতুল্লায় বাসের চাপায় ওসমান গনি (৫২) ও সিদ্ধিরগঞ্জে গাড়ির চাপায় কমলা বেগম (৫০) নামের এক নারীর নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা থানার এসআই বাশার জানান, দুপুর ১২টায় নারায়ণগঞ্জ-পাগলা-ঢাকা সড়কের ফতুল্লার মাসদাইর কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় আনন্দ পরিবহনের ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৪০৪২) ওসমান গনি নামে এক বৃদ্ধকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাস ও চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের কাচঁপুর ব্রিজের পশ্চিম ঢালে সাজেদা হাসপাতালের সামনে অজ্ঞাত গাড়ির চাপায় কমলা বেগম (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু ঘটে।

নিহত কমলা বেগম আড়াইহাজার উপজেলার বাসিন্দা হযরত আলীর স্ত্রী। সে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার মানিক মিয়ার মেসের পাশে থাকত।

সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদ জানান, মঙ্গলবার দুপুরে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী গাড়ি তাকে চাপা দিলে ঘটনস্থলে কমলা বেগমের মৃত্যু হয়। গাড়ির চাপায় তার শরীর তিন টুকরো হয়ে গেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএম/জেএম/সা/ফেব্রুয়ারি ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর