thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

পাবনায় সড়ক অবরোধ, শিবির সন্দেহে আটক ১৪

২০১৩ নভেম্বর ০৪ ১০:৪০:০৯
পাবনায় সড়ক অবরোধ, শিবির সন্দেহে আটক ১৪

পাবনা সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের শুরুতে সোমবার সকালে পাবনা-নগরবাড়ি মহাসড়কের রাজাপুর এলাকায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। এদিকে, একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ১৪ জনকে আটক করেছে পুলিশ।

সকাল আটটার দিকে রাজাপুর ক্যালিকো কটন মিল এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করে ১৮ দলের পিকেটাররা। এসময় তারা টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কেরও কিছু স্থানে টায়ারে আগুন দিয়ে অবরোধ শুরু করেছে ১৮ দলের সমর্থকরা।

এদিকে পৌর সদরের শালগাড়িয়া এলাকার একটি ছাত্রাবাস থেকে শিবির সন্দেহে ১৪ যুবককে আটক করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম জানান, সোমবার ভোরে পাবনা পৌর সদরের শালগাড়িয়া এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবির সন্দেহে ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ‘সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/ওএসর/এমসি/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর