thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

সিরাজগঞ্জে হরতালের সমর্থনে শিবিরের বিক্ষোভ মিছিল

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১২:৫৪:৩৮
সিরাজগঞ্জে হরতালের সমর্থনে শিবিরের বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ সংবাদদাতা : জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালের সমর্থনে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।

১০ ট্রাক অস্ত্র মামলায় জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে এ হরতালের ডাক দেয় জামায়াত।

শিবিরের বিক্ষোভ মিছিলটি শহরের কাঁচাবাজার থেকে শুরু হয়ে মফিজ তালুকদারের মিলের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সভাপতি হাফেজ আবু তালেব, শহর শিবিরের অফিস সম্পাদক শামীম রেজা প্রমুখ। মিছিল থেকে অবিলম্বে নেতাদের মুক্তির দাবি জানানো হয়।

(দ্য রিপোর্ট/আরএ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর