thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৩:৪১:০৭
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ স্কুলছাত্রীর মৃত্যু

নাটোর সংবাদদাতা : নাটোর-রাজশাহী সীমান্তে পুঠিয়া উপজেলার গাওপাড়া ঢালান এলাকায় মাইক্রোবাসচাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৃষা পুঠিয়ার বড় সেনভাগ গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও বর্ষা একই এলাকার জাফর আলীর মেয়ে। তারা দুজনই সেনভাগ প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ত।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, বুধবার সেনভাগ প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী তৃষা ও বর্ষা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রাজশাহীগামী একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নাটোর সদর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর