thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

ঝিনাইদহে বিএনপির সভাপতি বহিষ্কার

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৭:০৯:৩২
ঝিনাইদহে বিএনপির সভাপতি বহিষ্কার

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নুকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অবমাননা, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার সকাল ১১টার দিকে তাকে বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। সভায় সর্বসম্মতিক্রমে তাকে দলের সমস্ত পদ থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে নির্বাচন করার জন্য মনোনিত করা হয়। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন মুন্সী কামাল আজাদ পান্নু।

(দ্য রিপোর্ট/আরএইচ/এফএস/এমসি/এএইচ/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর