thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গাজীপুরে অগ্নিসংযোগ

২০১৩ নভেম্বর ০৪ ১২:২৪:৪২
গাজীপুরে অগ্নিসংযোগ

গাজীপুর সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে গাজীপুরের টঙ্গীতে বাসে ও সালনায় মাইক্রোবাসে অগ্নিসংযোগ করেছে হরতাল সমর্থকরা।

সোমবার সকালে টঙ্গী বাজার এলাকায় আশরাফ টেক্সটাইলের সামনে বিএনপির মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এসময় বলাকা পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুন আতঙ্কে তাড়াতাড়ি করে নামতে গিয়ে আহত হন বেশ কয়েকজন যাত্রী।

এদিকে, গাজীপুরের সালনা এলাকায় একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয় পিকেটাররা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

সাইনবোর্ড এলাকায় সড়কে টায়ারে আগুন দিয়ে এবং জোড় পুকুর পাড়ে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতাল সমর্থকরা।

(দিরিপোর্ট২৪/ওএস/এফএস/জেএম/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

হরতাল এর সর্বশেষ খবর

হরতাল - এর সব খবর